অনলাইন ডেস্কঃ বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যালায়েন্স এর (বিএমটিএ) আয়োজনে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন এর ( বিএমএ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল’র সার্বিক তত্বাবধানে বালাগঞ্জের সদর ও পূর্বপৈলনপুর ইউনিয়নের বন্যার্ত মানুষজনের মধ্যে খাদ্যসামগ্রী ও ওষুদ বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ইলিয়াস মোল্লা আহ্বায়ক বিএমটিএ,শামীম শাহ সদস্য সচিব, গোলাম রসুল স্বপন যুগ্ম আহ্বায়ক, আহ্বায়ক কমিটির সদস্য শিশির বর, মারুফ আহমেদ,এবং বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন, দপ্তর সম্পাদক আব্দুশ শহীদ দুলাল, পূর্বপৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন চেয়ারম্যান, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবনেতা তুহিন মনসুর, সদ্য সাবেক সাধারণ সম্পাদক রুবেল আহমদসহ নেতৃবৃন্দ।