* পংকজ ইস্যুতে ভেংগে পরছে দলের চেইন অব কমান্ড। * হতাশ তৃনমূলের নেতাকর্মীরা। * বিলুপ্তির পথে ত্যাগী নেতাকর্মীরা।
অনলাইন ডেস্কঃ বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া দক্ষিন ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকার প্রার্থীকে কেন্দ্র করে আঙুল তুলছেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অংঙ্গসহযোগী সংগঠনের একাংশ(পংকজ অনুসরী)। তাদের দাবি, নৌকার প্রার্থী বিএনপি পরিবারের । এটি নিয়ে চলছে উলানিয়া দক্ষিনে ইউনিয়ে বাকবিতন্ডা,ইতিপূর্বে ঘটে ছিলো এটি নিয়ে মারামারি, হামলা পাল্টা-হামলা। উলানিয়া দক্ষিনে ইউনিয়নে নৌকার বিদ্রোহী প্রার্থী রুমা সরদারের ছেলে তারেক সরদার নিয়মিত মটরসাইকেল বহর নিয়ে শোডাউনের পাশাপাশি পিস্তল নিয়ে ফাকা গুলি ছুরে এলাকায় সাধারন ভোটারদের মাঝে আতংক ছড়াচ্ছে। মেহেন্দিগঞ্জ উপজেলা আ’লীগের সহ-সভাপতি(কথিত ভারপ্রাপ্ত সভাপতি) খোরশেদ আলম ভুলুর নেনৃত্বে হয়ে ছিল বিক্ষোভ মিছিল। মিছিল ও ফেসবুক পোস্টে নিশ্চিত ভাবে বুঝা যায় যে, উপজেলা আওয়ামী লীগ এর একাংশ(পংকজ অনুসরী) জেলা আওয়ামীলীগকে পাত্তাই দেয় না। কিন্তু কার নির্দেশে, কোন শক্তিতে এতো সাহস পায় তারা। কী করে তারা জেলা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে।কী ভাবে অমান্য করে তারা নেত্রীর নির্দেশনা। তারা কী আসলেই আওয়ামী লীগ, নাকি ভাই লীগ,কাকালীগ চাচালীগ, দাদা লীগ এর সদস্য?