নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনসহ সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের ঘটনায় উত্তাল দেশ। এ অবস্থায় চট্টগ্রামের পটিয়ায় ১৩ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক মাদরাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় দক্ষিণ গোবিন্দরখীল এলাকা থেকে কামরুল ইসলাম (২৮) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।আটক কামরুল পটিয়া পৌর সদরের আল্লাই মোহম্মদীয়া মাদরাসার শিক্ষক এবং পিরোজপুরের জিয়ানগর এলাকার সুলতান ফকিরের ছেলে।
পটিয়া থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন জানান, এক শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় এক মাদরাসা শিক্ষককে আটক করা হয়েছে। পটিয়া স্টেশন রোড থেকে বাসায় আসার পথে শিক্ষক কামরুল ওই শিক্ষার্থীকে বাসায় ডেকে নিয়ে বলাৎকার করে। ছেলেটি বাসায় গিয়ে ঘটনাটি তার মাকে খুলে বলে।পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ শিক্ষক কামরুলকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার বিষয়টি স্বীকার করেছে।