করোনাভাইরাসের (কোভিড ১৯) টিকা দেওয়ার ক্ষেত্রে শিক্ষকদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ শিশু সংস্থা ইউনিসেফের প্রধান হেনরিয়েটা ফোরে। আজ মঙ্গলবার তিনি এক বিবৃতিতে এ আহ্বান জানান। হেনরিয়েটা ফোরে বলেন, বিশ্বজুড়ে কোভিড-১৯ শিশুশিক্ষার ব্যাপক ক্ষতি করেছে। শিক্ষা পরিস্থিতি স্বাভাবিক করতে শিক্ষকদেও টিকা দেওয়া গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যকর্মী ও উচ্চ ঝুঁকিতে থাকা জনগণের পাশাপাশি শিক্ষকদের অগ্রাধিকার দেওয়া উচিত। তিনি বলেন, এতে শিক্ষকরা করোনা সংক্রমণ থেকে রক্ষা পাবে এবং স্কুল খোলা সম্ভব হবে। পরবর্তী প্রজন্মের ভবিষ্যত নিরাপত্তায় শক্তি অনুযায়ী আমাদের সবকিছু করতে হবে।