মোঃ শাহীন হাওলাদার, মির্জাগঞ্জঃ মির্জাগঞ্জে সুবিদখালী রোকেয়া খানম বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয় হতে বেগমপুর পর্যন্ত ১.৭ কিলোমিটার মিটার রাস্তার কাজ উদ্বোধন করা হয়। এসময় সরদার বাড়ী জামে মসজিদে রাস্তার কাজের জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। রাস্তার কাজ উদ্বোধন করেন মির্জাগঞ্জ উপজেলা পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান খান মোঃ আবু বক্কর সিদ্দিকী ও সাবেক আওয়ামী লীগের সদর ৪ নং দেউলী সুবিদখালী ইউনিয়নের সভাপতি সরদার মোঃ খলিলুর রহমান (মাস্টার)। এ সময় আরো উপস্থিত ছিলেন সুবিদখালী রোকেয়া বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয়’র মাস্টার মোহাম্মদ নিজাম সরদার উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক খান, ঠিকাদার মোঃ মামুন হাওলাদার মির্জাগঞ্জ কৃষি ব্যাংকের কর্মকর্তা মোঃ আনোয়ার তালুকদার সহ এলাকার ব্যক্তিবর্গ ।