পশ্চিম সুবিদখালী গার্লস স্কুল রোড সরদার বাড়ি ও ছলেমদ্দি হাওলাদার বারি জোয়ারের ও ভারী বৃষ্টির কারণে চলাচল বিচ্ছিন্ন রাস্তাঘাট না থাকার অনেক কষ্টর ঘর বাড়ি পানিতে তলিয়ে গেছে বাড়িতে নেই কোন নলকূপ বিশুদ্ধ পানির ব্যবস্থা ।
শ্রীমন্ত নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সুবিদখালী বাজারে আসা লোকজনদের ভোগান্তির যেন শেষ নেই। সুবিদখালী বাজারে পার্শ্ববর্তী উপজেলা থেকেও লোকজন আসে। বাজার প্লাবিত হওয়ায় ক্রেতা ও বিক্রেতা উভয়ই ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
পায়রা নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় নদীবেষ্টিত মির্জাগঞ্জ ইউনিয়নের সুন্দ্রা দেউলী সুবিদখালী ইউনিয়নের গোলখালী, মেহেন্দীয়াবাদ, চরখালী, রাণীপুর, ও ভয়াং গ্রামের মানুষ আতঙ্কের মধ্যে আছে। দুপুরে জোয়ারের পানিতে এসব অঞ্চলের বেড়িবাঁধ ছুঁই ছুঁই পানি উঠছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন বলেন, সুবিদখালী বাজারে শ্রীমন্ত নদীর পানি যাতে না উঠতে পারে ও পথচারীদের যাতে ভোগান্তি না হয় সে ব্যাপারে উপজেলা চেয়ারম্যান মহোদয়ের সাথে আলাপ করে এবং আমি সরেজমিনে পরিদর্শন করে এর ব্যবস্থা গ্রহন করবো।