নিজস্ব প্রতিবেদক
ফ্যাসিস্ট আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার হরণ ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল সদর উপজেলা বিএনপি’র ১ নং সদস্য আবু নাসের মো: রহমাতুল্লাহ।
আজ (১১ জানুয়ারি) সকাল ১১ টায় বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়ন পরিষদের সম্মুখে জাগুয়া ইউনিয়ন সমাজকল্যান পরিষদের উদ্যোগে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ একইসাথে রাস্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে এসব কথা বলেন তিনি।
এসময় আবু নাসের বলেন, দীর্ঘ বছর ধরে আওয়ামী লীগ দেশজুড়ে রাম-রাজত্ব কায়েম করেছে। সব যায়গায় অনিয়ম ও দুর্নীতি ও লুটপাটের মধ্য দিয়ে দেশকে ধংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছিল।
সাধারণ মানুষের ভোটের অধিকার হরণ করেছে। মানুষ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ভোট চুরির মধ্য দিয়ে বার বার সরকার গঠন করেছে। যারা জনগণের ভোটে নির্বাচিতই হয়নি তারা কিভাবে আবার জনগণের সেবা করবে। তাদার দ্বারা অনিয়ম এ নিজেদের আখের গোছানোর পরিকল্পনা ছাড়া জাতিকে তারা কিছুই দিতে পারিনি।
কোণঠাসা করে রেখেছে জনমুখী ও জনপ্রিয় জাতীয়তাবাদী দল বিএনপিকে৷ রাজনীতি কিংবা নির্বাচনে অংশ নিতে দেয়া হয়নি। হামলা -মামলাসহ নানাভাবে বিএনপি’র কর্মীদের নিপীড়ন চালিয়েছে।
ঘরছাড়া করেছে হাজার হাজার নেতাকর্মীদের। মিথ্যা সাজানো মামলা দিয়ে কারাভোগের শিকার হতে হয়েছে। জনগণের কল্যান সাধণতো দুরের কথা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মুল্যবৃদ্ধির মধ্য দিয়ে সাধারণ মানুষকে নিস্পেষিত করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ।
তিনি আরও বলেন, শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করেছিল। গণমাধ্যমের গলা চেপে ধরেছিল। তার ঘড়ানার ৪ টি পত্রিকা বাদে সব পত্রিকা বন্ধ করে দিয়েছিল। তার নেতৃত্বাধীন বাকশাল করতে বাধ্য করেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে সেই স্বেরাচারী পদ্ধতি থেকে দেশ ও দেশের মানুষকে মুক্ত করেছিলেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মুল্য কমিয়ে স্বস্তি এনে দিয়েছিলেন। দেশকে একটি উন্নত রাস্ট্রে পরিণত করেছিলেন। জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করেছিলেন। কিন্ত তার এসব কর্মকাণ্ড সহ্য হয়নি ষড়যন্ত্রকারীদের। নির্মমভাবে তাকে খুন করে স্বাধীনতার চেতনাকে হত্যা করা হয়েছিল।
এরপর শেখ মুজিবের মেয়ে স্বৈরাচারি হাসিনা দীর্ঘ বছর অবৈধভাবে রাস্ট্রক্ষমতায় থেকে মানুষের ভোটের অধিকার হরণ করে। দেশকে লুটপাট, দুর্নীতির আখড়ায় পরিণত করে।
আবু নাসের বলেন, জনমুখী দল বিএনপি ও মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দেশ ও দেশের বাইরে এখনো ষড়যন্ত্র চলছে। জনগণকে সাথে নিয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।
তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে আগামী নির্বাচনে যাকেই ধানের শীষ প্রতীক দেয়া হবে তাকে বিজয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
জাগুয়া ইউনিয়ন সমাজকল্যাণ পরিষদের সভাপতি মোফাজ্জেল হোসেন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ শত শত মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জাগুয়া ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মনিরুজ্জামান জামাল।