এইচ. এম মাছুমঃ ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম বরিশাল জেলার পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা ও ফ্রি মাস্ক বিতরন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ ই ডিসেম্বর বুধবার সারাদিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির সাবেক সদস্যদের নিয়ে গঠিত একটি সেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) এর কার্যক্রম পরিচালনা করেন। কেন্দ্রীয় কমিটির সদস্য করিম পাটোয়ারী জানান, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর সাবেক সদস্যদের নিয়ে সামাজিক উন্নয়ন তথা দেশের মানুষের জন্য সেবামূলক কাজ করার প্রত্যয়ে এ সংগঠনটি গঠন করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষে করোনাকালীন সময়ে বিজয় দিবস উপলক্ষে আমরা ফ্রি মাস্ক বিতরন কার্যক্রম করেছি। আমাদের বরিশাল জেলার সকল সদস্যদের সার্বিক সহযোগীতায় এ অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। অনুষ্ঠানে উপস্তিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সদস্য করিম পাটোয়ারী ও জনাব হাসান স্যার। বরিশাল জেলা কমিটির আহবায়ক মুক্তা রোজী।
যুগ্ম সদস্য সচিব মোঃ মাহফুজ ও আনন্দ কুমার হাওলাদার, নারী বিষয়ক সম্পাদিকা ইলমা ইসলাম, সহপ্রচার সম্পাদক মোঃ মহিবুল্লা, সদস্য শিরিন, মোঃ ফয়সাল, সুরভী জাহান নিশি সহ সকল সদস্যগন উপস্থিত ছিলেন। সকল সদস্যদের পক্ষ থেকে বাংলাদেশের সকল শ্রেণী ও পেশাজীবী মানুষদেরকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে সংগঠনটি।