লিটন বাইজিদঃ আজ ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস। স্বাধীনতার ৫০ বছরে পদার্পণ করল বাংলাদেশ। ১৯৭১ সালের এই দিনে লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই বিজয়। করোনাকালীন সময়ে সরকারি নিয়ম নীতি ও স্বাস্থ্যবিধি মেনে সকল শহীদদের স্মরণে ১৬ ই ডিসেম্বর বাংলাদেশ ব্যাপি তথা বরিশালেও পালিত হচ্ছে মহান বিজয় দিবস। বিজয়ের এই দিনে সকল শহীদদের স্মরণে সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি) বরিশাল’র উদ্যোগে ১৬ ই ডিসেম্বর সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক বরিশালে পুষ্পস্তবর্ক অর্পণ করেন সংগঠনের নেতৃবৃন্দরা। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএসপি’র কেন্দ্রীয় সহ-সভাপতি ও বরিশাল প্রেস’র সম্পাদক জনাব রোমান চৌধুরী, আহবায়ক শফিউর রহমান কামাল, দৈনিক সত্য সংবাদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ফয়সাল রাকিব, যুগ্ন আহবায়ক ইব্রাহিম খলিল, লিটন বাইজিদ, এম আর নয়ন, আম্মার হোসেন, মেহেদী তামিম, শাহাদাত হোসেন রুবেল, আকাশ ইসলাম, সৈয়দ নাঈম, মিলন,সুমন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ ।