অনলাইন ডেস্কঃ ২৬ সেপ্টেম্বর উপ-পুলিশ কমিশনার নগর গোয়েন্দা বিএমপি মোঃ মনজুর রহমান পিপিএম -বার কোতয়ালী মডেল থানাধীন রসুলপুর বস্তিবাসীদের নিয়ে মাদক বিরোধী সভা করেন।উক্ত সভায় গোপনে বা প্রকাশ্যে মাদক ব্যবসায়ী নির্মূলে যেকোন তথ্য দিতে সকল বস্তিবাসীদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, কার শেল্টারে মাদক ব্যাবসা পরিচালিত হয়, আমাকে গোপনে জানান, যতবড় ক্ষমতাসম্পন্ন হোক কেউ ছাড় পাবে না ।
আপনারা পাশে থাকলে মাদক নির্মূল সম্ভব। সন্তান কোথায় যায়, কার সাথে মিশে, খোঁজে রাখবেন, কারো সন্তানকে অকারণে ঘোরাঘুরি বা আড্ডায় যেন দেখতে না পাই, যদি কোন সন্তানকে মাদক লেনদেন সংশ্লিষ্টতায় পাওয়া যায়, সেই সন্তানের বাবা মা’কে দ্বায় দায়িত্ব বহন করতে হবে। আজকের পর থেকে নিজ নিজ ঘর -সন্তান নিজ দায়িত্বে সামলাবেন।তিনি বলেন, যতদিন এই বস্তি মাদকমুক্ত না হবে, আমাদের অভিযান চলমান থাকবে। মাদকের সাথে কোন পুলিশের সংশ্লিষ্টতা পেলেও গোপনে জানাবেন।
সভায় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ কমিশনার বিএমপি গোয়েন্দা বিভাগের মোঃ রবিউল ইসলাম শামীম, সহকারী পুলিশ কমিশনার বিএমপি গোয়েন্দা বিভাগ নরেশ কর্মকার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।