নিজস্ব প্রতিবেদক
আজ ২০ নভেম্বর “বরিশাল মেডিকেল জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন” এর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে পূর্বের গঠিত ৩১ সদস্য বিশিষ্ট বাতিল করা হয়েছে। সংগঠনের সভাপতি বিপ্লব আহমেদ ও সাধারণ সম্পাদক খান আব্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করেন।
পূর্বের কমিটির মেয়াদউর্ত্তীন হওয়ায় ওই কমিটি ভেঙ্গে দেন।
আজকের সাধারণ সভায় নতুন কমিটি ঘোষনা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সাধারণ সভা অনুষ্ঠানে ২০ নভেম্বর দুপুরে সংগঠনের সকল সদস্যদের নির্ধারিত স্থানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।