নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর ২৯নং ওয়ার্ড পূর্ব ইছাকাঠীতে অবস্থিত “আব্দুল্লাহ দারুস সালাম নূরানী হাফেজী ও কওমী মাদরাসার হিসাব পূনরায় তদন্তের আবেদন করেছেন মাদরাসার সাবেক পরিচালক মাওলানা ওমর ফারুক। গতকাল তিনি ২৯নং ওয়ার্ড কাউন্সিলর মো: ফরিদ আহমেদের কাছে জমা দেন বলে জানাগেছে। এই আবেদনে তিনি উল্লেখ করেন- অত্র মাদরাসার হিসাব নিকাশের প্রতিবেদন গত ০৯ই অক্টোবর জুমার নামাজের পূর্বে মুসল্লিদের সামনে পেশ করা হয়। যা ছিলো সম্পূন্য মনগড়া ও অসম্পূর্ন। সেখানে তিনি আরো উল্লেখ করেন, ২০১২ সন থেকে প্রথম ০৩(তিন) বছরের হিসাব নেওয়া হয়নাই এবং আরো অনেক বড় বড় হিসাব বাদ পরেছে। এসময় তিনি মাদরাসার অডিট কমিটির নিকট মাদরাসার ছাদুল্লাহ সিকদারের ৬লক্ষ ও তার ছেলে আহসানুল্লাহ নিয়াজের ৯৩হাজার টাকা আমার কাছে দেয় নাই বলে অভিযোগ করেন। ছাদুল্লাহ সিকদার সাহেবের পরিবার থেকে যা দেওয়া হয়েছে তা রিসিভের মাধ্যমে নেওয়া হয়েছে এবং তা হিসাব খাতায় উঠানো হয়েছে। প্রতিষ্ঠাতাকাল থেকে ২০১৯ সনের আগষ্ট পর্যন্ত হিসাব রেজিষ্টার বহি দিয়ে বহি দিয়ে আবারো পূর্নাঙ্গ হিসাব নিকাশ করার আবেদন করেন। তিনি আশাবাদী নতুন করে তদন্ত প্রতিবেদন আসবে সেখানে থাকবে সচ্ছতা ও জবাবদিহিতা।