নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকি উপলক্ষ্যে বরিশাল সদর উপজেলা যুবলীগ’র পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দক্ষিণ বাংলার কৃষক কুলের নয়ন মনি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ও শহীদ শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে গতকাল সকাল ৯ টায় ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও যুবলীগ নেতা রাহাত তালুকদার, শাহিনুল ইসলাম শাহীনের নেতৃত্বে দশটি ইউনিয়নের শত শত নেতাকর্মী মোটরসাইকেল বহরে শোডাউন সম্পন্ন করে আলোচনা সভায় অংশগ্রহণ করেন । এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের পক্ষ থেকে যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম খান শাহিন এবং জেলা ও মহানগরের নেতৃবৃন্দরা।