নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪-তম জন্মদিন উপলক্ষ্যে সারাদেশে আ’লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন কর্তৃক জন্মদিন উদযাপন করা হয়। এর-ই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় বরিশাল সদর উপজেলাধীন ১ নং রায়পাশা কড়াপুর ইউনিয়নের আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক আহম্মেদ শাহরিয়ার বাবু এর উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘র ৭৪ তম জন্মদিন উপলক্ষে বসুরহাট বাজারে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। গতকাল সন্ধা ৭ টায় দোয়া মোনাজাত’র মধ্যে দিয়ে অনুস্ঠানের প্রারম্ভ ও মিস্টি বিতরন করা হয়৷ এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব হাওলাদার, মহিলা আওয়ামী লীগের সভাপতি সোনালী বেগম, বরিশাল সদর উপজেলা যুবলীগ নেতা মোঃ রাহাত তালুকদার, মোঃ শাহিনুল ইসলাম শাহিন, শ্রী অনুপ বসু, রায়পাশা কড়াপুর ইউনিয়ন যুবলীগ নেতা শ্রী সঞ্জীব সিংহ বর্মন, যুবলীগ নেতা কায়কোবাদ রাসেল মিয়া সহ ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড এর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।