ঢাকাThursday , 21 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে প্রশাসনের ব্যক্তিদের নিয়ে নারীপক্ষের সভা

admin
November 21, 2024 9:20 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার

নারীপক্ষর উদ্যোগে ‘অধিকার এখানে, এখনই’ (আরএইচআরএন) প্রকল্পের আওতায় বিএমকেএস এর আয়োজনে প্রশাসনের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে বরিশাল সদর উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নারীপক্ষের উদ্যোগে এই সভার আয়োজন করেছে বরিশাল মহিলা কল্যাণ সংস্থা (বিএমকেএস)। এসময় কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালিন স্বাস্থ্য এবং মানসিক পরিবর্তনগুলো নিয়ে আলোচনা করা হয়।

নারীদের জরায়ু ক্যান্সার প্রতিরোধে করণীয় ও কিশোর কিশোরী এবং নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে বিভিন্ন দপ্তরের কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব উল্লাহ মজুমদার, বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মেহেরুন নাহার মুন্নি, বরিশাল সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দীনা খান, সমাজসেবা কর্মকর্তা শারমিন সুলতানা, উপজেলা শিক্ষা অফিসার মাহমুদুল হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেহেদী হাসান, বিএমকেএস-এর পরিচালক কাওছার পারভীন প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, নারীপক্ষ সংগঠনটি সবসময়ই জনকল্যাণমূলক কাজে ব্যাপক ভূমিকা রেখে আসছে। ইতিপূর্বে তারা জনকল্যাণমূলক কাজের মাধ্যমে সর্বমহলে প্রশংসিত হয়েছে। তাদের জনকল্যাণমূলক সকল কাজে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক পাশে থেকে সহযোগিতা করার প্রত্যয়ব্যক্ত করেন বক্তারা।