নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে পূবালী ব্যাংক লিমিটেড’র রুপাতলী শাখার দ্বারোদঘাটন করা হয়েছে। গতকাল সকাল ১০.৩০ মিনিটে পূবালী ব্যাংক লিমিটেড’র বরিশাল’র রুপাতলী শাখার ব্যবস্থাপক রুপালী চক্রবর্তীর সভাপতিত্বে অনুস্ঠানের প্রারম্ভ হয়। এ সময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেডের বরিশাল’র অঞ্চল প্রধান ও ডিজিএম মোঃ মনজুরুল ইসলাম মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের এজিএম মোঃ তরিকুল ইসলাম, বরিশাল নগরীর ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইদুর রহমান জাকির, যুবলীগ নেতা এম.মিজানুর রহমান মামুন মোল্লা, আরিফ মেমোরিয়াল হাসপাতাল’র স্বত্বাধিকারী ও সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ এন্ড হাস্পাতালের ডিরেক্টর ডা.মোঃ নজরুল ইসলাম সহ উক্ত ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকবৃন্দ।