বরিশাল নগরীর একটি নির্মাণাধীন ৬ তলা ভবন থেকে আব্দুল কুদ্দুস (৫৫) নামে এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ নগরীর কলেজ এভিনিউ রোডের নির্মাণাধীন ভবন থেকে লাশ উদ্ধার করে।
আব্দুল কুদ্দুস ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রানাপাশা গ্রামের মৃত: আব্দুল মালেকের ছেলে।
তিনি নগরীর পলাশপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। নির্মাণাধীন ওই ভবনে তিনি টাইলস শ্রমিক হিসেবে কাজ করতেন।
নির্মাণাধীন ভবন মালিক রাশেদ মাহামুদ অপু জানান, সকাল ৬টার দিকে ভবনের নিচ তলায় ওই শ্রমিককে পরে থাকতে দেখা যায়। এরপর পুলিশকে জানানো হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
কোতয়ালি মডেল থানার সহকারি কমিশনার (এসি) মো. রাসেল জানান, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে শ্রমিকের লাশ উদ্ধার করে শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল ও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।
তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন বলে আব্দুল কুদ্দুসের পরিবারের বরাত দিয়ে এসি জানিয়েছেন।