নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সদর রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভায় সভাপতিত্ব করেন বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের আহবায়ক মজিবর রহমান নাহিদ।
এসময় বক্তব্য রাখেন, বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সাবেক সাধারন সম্পাদক মারুফ হোসেন, আহবায়ক কমিটির সদস্য সচিব প্রিন্স তালুকদার, ইমরান হোসেন, শাওন খান, এইচ আর হীরা, ফিরোজ গাজী, রুমান হাওলাদার, মেহেদী হাসান তামিম প্রমুখ। সভায় বিগত সভার রেজুলেশন পাঠ করেন আহবায়ক কমিটির সদস্য এইচ আর হীরা। এসময় উপস্থিত সদস্যগণ বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের ২০২২ সালের কার্যকরী কমিটির নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া নির্বাচন কমিশন গঠন, ভোটার তালিকা হালনাগাদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বরিশালের বিভিন্ন পত্রিকায় কর্মরত বেশ কয়েকজন তরুণ সাংবাদিকদের প্রাথমিক সদস্য হিসেবে মনোনীত করা হয়।