অনলাইন ডেস্কঃ বরিশালের সদর উপজেলার চাঁদপুরায় ব্যবসায়ীকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আহতের ভাই হারুন হাওলাদার বাদী হয়ে মামলাটি দায়ের করে। সূত্র মতে, পূর্ব শত্রুতার জের ধরে গত মঙ্গলবার (১ ডিসেম্বর) রাত ১১টায় ওই গ্রামের বাসিন্দা মৃত: আলতাফ হাওলাদারের ছেলে ও দিনার পোল এলাকার ব্যবসায়ী রিয়াজ হাওলাদার প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে চাঁদপুরা শের আলী হাওলাদারের বাড়ির সামনে পৌঁছালে পথে ওৎ পেতে থাকা সন্ত্রাসী মোস্তফা সহ আরো অজ্ঞাত ৩/৪ জন ভাড়াটিয়া সন্ত্রাসী স্থানীয় ইউপি মেম্বর বাহাদুর হোসেন কালাম মীরার নেতৃত্বে রিয়াজকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। এ সময় সে রক্তাক্ত জখম হয়। তার ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গেলে মোস্তফা তাঁর দলবল নিয়ে পালিয়ে যায়।সংবাদ পেয়ে বন্দর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরে আহত রিয়াজ কে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহতের ভাই হারুন হাওলাদার বাদী হয়ে গত রবিবার (৬ ডিসেম্বর) মেট্রোপলিটন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মোস্তফা সহ অজ্ঞাত আরো দুই জনকে আসামি করে মামলা দায়ের করে। বিচারক মামলাটি আমলে নিয়ে বন্দর থানার কর্মকর্তা (ওসি) কে এফআইআর এর নির্দেশ দেন।