অনলাইন ডেস্ক
জুলাই গণভ্যুথানে নিহত শহীদ রিয়াজের দুই মামার ওপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের অনুসারীদের বিরুদ্ধে। গত বুধবার ( ২৭ ফেব্রুয়ারী) বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ডস্থ কাশিপুর ট্রাক স্ট্যান্ডের পিছনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ঐ এলাকার মৃত সেলিম চৌধুরীর ছেলে যোবায়ের চৌধুরী (৩৮) ও ছোট ভাই সাঈদ চৌধুরী (৩২)। তারা মুলাদীর সন্তান কলেজ শিক্ষার্থী গণভ্যুথানে নিহত শহীদ রিয়াজের মামা। আহতদের মধ্যে যোবায়েরের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে প্রথমে সদর হাসপাতাল ও পরে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এদিকে হামলার ঘটনায় মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন আহত ছোট ভাই সাঈদ চৌধুরী।
তিনি অভিযোগে জানান, নগরীর ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইমরান মোল্লার ভাই ইফাত মোল্লা দীর্ঘদিন ধরে আমার ভাই যোবায়েরের বাড়ির মধ্যে জমি ক্রয় করেছে দাবী করে আসছিল। কিন্ত তার দাবীকৃত জমি আমাদের ভোগদখলী ও রেকর্ডিয় সম্পত্তি। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন সময়ে ঐ জমি নিজের দাবী করে ইফাত মোল্লা নিজস্ব বাহীনি নিয়ে দখলের পায়তারা চালিয়ে আসছিল। এতে প্রায়সময় বাধা প্রদান করেন যোবায়ের। এরই ধারাবাহিকতায় গত ৩ মাস পুর্বে ইফাত মোল্লা তার বাহীনি নিয়ে ঐ জমি দখলের পায়তারা চালায়। এতে প্রতিবাদ ও বাধা প্রদান করেন যোবায়ের।
অভিযোগে সাঈদ আরও জানান, বাধা প্রদানের পর থেকেই আমার ভাই যোবায়েরকে বিভিন্ন সময়ে হুমকি প্রদর্শন করে আসছিল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইমরান মোল্লার ভাই ইফাত মোল্লা। এরই ফলশ্রুতিতে বুধবার রাত আনুমানিক ৮ টার দিয়ে যোবায়ের নামাজ পড়তে মসজিদের দিকে রওয়ানা দিলে পুর্বপরিকল্পিতভাবে ইফাত মোল্লা প্রায় ৮/১০ জন সহযোগী নিয়ে কাশিপুর ট্রাক স্ট্যান্ডের পিছনে বসে তার ওপর দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। তাকে লোহার রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন অংশে জখম করে। এতে তার দুই পা ও পিঠে গুরুত্বর আহত হয়।
সাঈদ জানান, যোবায়েরের ডাক-চিৎকারে আমি তাকে উদ্বারে ছূটে গেলে আমার ওপরও হামলা চালায় তারা। এ ঘটনায় স্বৈরাচারী আওয়ামী লীগ অনুসারীদের বিচার চেয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি। এ বিষয়ে জানতে অভিযুক্ত ইফাত মোল্লার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকির সিকদার জানান, অভিযোগের তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।