অনলাইন ডেস্ক
সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে অবস্থানকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।
আজ বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ববির গেটের সামনের মহাসড়কে এই ঘটনা ঘটে। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে কোটা বাতিলের দাবিতে মহাসড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। ছাত্রলীগের হামলায় সাধারণ শিক্ষার্থী নাইমুল ইসলাম ও আবু ওবায়দাসহ তিনজন আহত হন।
ঘটনাস্থলে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। অবরোধের প্রভাবে মহাসড়কের দুই পাশে অন্তত পাঁচ কিলোমিটার মহাসড়কজুড়ে যানবাহন আটকে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা। প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থী জানায়, আজ বিকেল সাড়ে ৪টার দিকে সাধারণ শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরাতে ঘটনাস্থলে যান ববি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুঁইয়া ও প্রক্টর ড. মো. আব্দুল কাইউম।
তাঁরা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তখন শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহারে রাজি না হয়ে জানায়, দেশব্যাপী চলমান এ আন্দোলন এক সঙ্গে প্রত্যাহার হবে। এরপর উপাচার্য ও প্রক্টর চলে যান। এর কিছুক্ষণ পর অবরোধ ভাঙার টার্গেটে ক্যাম্পাস ছাত্রলীগের এক নেতা মোটরসাইকেল চালিয়ে যেতে চেষ্টা করেন।
এ সময় তাঁকে বাধা দেয় শিক্ষার্থীরা। খবর পেয়ে ৩০ থেকে ৪০ জনকে সঙ্গে নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে চড়-থাপ্পর দেন ববি ছাত্রলীগনেতা আবুল খায়ের আরাফাত ও আল সামাদ শান্ত। ঘটনাস্থলে থাকা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবু উবাইদা বলেন, ছাত্রলীগ নেতা-কর্মীদের হামলার জন্য উসকে দেন প্রক্টর ড. মো. আব্দুল কাইয়ুম। তাদের হামলা মারধোরের মুখে মহাসড়ক ছেড়ে উঠে আসতে বাধ্য হই আমরা। এরপর মহাসড়কে যানবাহন চলাচল পুনরায় শুরু হয়।
এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর ড. মো. আব্দুল কাইউম বলেন, শিক্ষার্থীরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রাণ। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা মহাসড়ক ছাড়তে রাজি না হওয়ায় চলে এসেছি। ছাত্রলীগ নেতা-কর্মীদের সেখানে পাঠানোর অভিযোগ মিথ্যা। এ বিষয়ে কথা বলতে ছাত্রলীগনেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। মুঠোফোনে দেওয়া খুদে বার্তারও জবাব দেননি তাঁরা।