নিজস্ব প্রতিবেদক : ‘দায় মোচনের শপথে ঐক্যবদ্ধ আমরা ‘ নীতিকে সামনে রেখে অসুস্থ শাওনের পাশে দাড়ালো সরকারি বি.এম. কলেজের গণিত বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ।সাইফুল ইসলাম শাওন,২০১৯-২০ শিক্ষাবর্ষের গণিত বিভাগ, বরিশাল সরকারি বি.এম. কলেজের প্রথম বর্ষের ছাত্র।শাওনের হৃদপিন্ডে ৯ মি.মি ব্যাসের একটি ছিদ্র ধরা পরে।যার উন্নত চিকিৎসার জন্য প্রায় ১০,০০,০০০(দশ লক্ষ) টাকার অধিক অর্থের প্রয়োজন। শাওনের পিতা বরগুনা জেলার একটি বেসরকারি মাদ্রাসার অফিস সহকারী পদে কর্মরত আছেন। এই বিপুল পরিমান অর্থ ব্যয় করা তার পক্ষে অসম্ভব। অনেকের মতো শাওনের পাশে দাঁড়ালো তার বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন। গণিত বিভাগের শিক্ষক মন্ডলী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সদস্যদের সহায়তায় শাওনের পিতার হাতে ২,০৪,৭১৬ ( দুই লক্ষ চার হাজার সাতশ ষোল) টাকার চেক হস্তান্তর করেন বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ ওমর ফারুক স্যার। সে সময় আরো উপস্থিত ছিলেন গনিত বিভাগের সম্মানিত শিক্ষক মন্ডলী এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সম্মানিত সভাপতি, সিনিয়র সহ সভাপতি, ও অন্যান্য নেতৃবৃন্দ।অ্যালামনাই অ্যাসোসিয়েশন আরও আর্থিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। শাওনের পিতা সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সন্তানের সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেন।