বরিশালের মুলাদীতে ভয়াবহ অগ্নিকা-ে একটি বাজারের দশটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। গত মঙ্গলবার (০১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাতিরহাট বাজারে ভয়াবহ এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পৌছাতে না পারায় নগদ টাকা ও মালামাল পুড়ে কমপক্ষে ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ব্যবসায়ীরা। বাজার কমিটির সভাপতি মুকুল সরদার জানান, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে বাজারের কোনো একটি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। বাজারের ৪টি দোকানের গ্যাস সিলিন্ডার থাকায় স্থানীয়রা ভয়ে কাছে ভিড়তে পারেনি। পরে ব্যবসায়ী ও স্থানীয়রা একটি দোকান ভেঙ্গে ফেলে বাকি দোকান রক্ষা করলেও একপার্শ্বের ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের মাধ্যমে ফায়ার সার্ভিস ও প্রশাসনকে সংবাদ দিলেও চারদিকে নদী থাকায় অগ্নিকা-ের স্থলে কোনো ফায়ার সার্ভিসের গাড়ী পৌছাতে না পারায় ১০ ব্যবসায়ীর ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু হাসানাত জাপান।