বরিশাল নগরীর ত্রিশ গোডাউন সংলগ্ন কীর্তনখোলা নদীতেবন্ধুদের সাথে জন্মদিন পালনের সময় দীপ ঘোষ কিশোরকে নদীতে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার ঘটনায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ নভেম্বর রাতে কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রুম্মান এর নেতৃত্বাধীন একটি টিম নিজ বাসা থেকে মো. রিয়াদ হোসেন (১৭) নামের ওই কিশোরকে গ্রেফতার করে।ে গ্রফতারকৃত কিশোর মো. রিয়াদ হোসেন বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন আমানতগঞ্জ এলাকায় ইসলামিয়া কলেজ রোডের বাসিন্দা। বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলে জানানো হয়েছে, ‘গত ২ নভেম্বর ত্রিশ গোডাউন সংলগ্ন কীর্তনখোলা নদীতে বন্ধুদের নিয়ে জন্মদিন পালন করতে যায় মো. রিয়াদ হোসেন।তারা ট্রলারযোগে নদীতে অবস্থান নিয়ে কেক কাটার আয়োজন করে। এসময় রিয়াদ হোসেন তার বন্ধু দীপ ঘোষকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। এতে সে নিখোঁজ হলে পরবর্তীতে তার লাশ উদ্ধার করে পুলিশ।এই ঘটনায় দীপের পরিবার গত ৩ নভেম্বর রিয়াদ হোসেনসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তের দায়িত্ব পান এসআই রুম্মান। পরবর্তীতে গত ২৪ নভেম্বর রাতে এসআই রুম্মনসহ তার সঙ্গীয় অফিসাররা অভিযান চালিয়ে এজাহার নাম থাকা আসামি মো. রিয়াদ হোসেনকে তার বাসা থেকে গ্রেফতার করে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃত রিয়াদ, দীপকে পানিতে ফেলে দেয়ার কথা স্বীকার করে আদালতে ১৬৭ ধারায় জবানবন্দী প্রদান করেছেন বলে বিএমপি’র মিডিয়া সেল থেকে জানানো হয়েছে।