উন্নয়নের ঢল
– জুয়েল ফরাজী
এমপি শাওন তো শাওন নয়
এতো নয় মেষের ঢল,
সেতো লালমোহন ও তজুমুদ্দিনের এক উন্নয়নের ঢল
এতো আমাদের জনপ্রিয় নেতা নুরুন্নবী চৌধুরী শাওন এমপি!
করছে লালমোহন ও তজুমুদ্দিন বাসীর উন্নয়ন
জয় করেছে এলাকা বাসীর মন,
এলাকা বাসী চাচ্ছে তারে মন্ত্রী হিসেবে
দাঁড়িয়েছে সে এলাকা বাসীর তরে,করছে এলাকা বাসীর জন্য কাজ
ঘরেছে সে লালমোহন ও তজুমুদ্দিন কে সুষ্ঠ সমাজ।
লালমোহন ও তজুমুদ্দিন কে করছে সে অভাব মোচন
দিয়েছে করে অসহায় মানুষের দুঃখ নির্ভাষন, করছে সে ভোলা -৩ আসনের রাস্তা পাকা
ঘুরিয়েছে সে অসহায় মানুষের জীবনের চাকা।
এতো নয় মেষের ঢল
সেতো লালমোহন ও তজুমুদ্দিনের এক উন্নয়নের ঢল, এতো আমাদের অসহায় মানুষের জনপ্রিয় নেতা।
এতো নয় মেষের ঢল
সেতো লালমোহন ও তজুমুদ্দিনের এক উন্নয়নের ঢল,
এতো আমাদের ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।