১৬ অক্টোবর ছিল আমার জন্মদিন। নোটিফিকেশনের ভীড়ে হয়তো অনেকের উইশের রিল্পাই দিতে দেরি হয়েছে অথবা একদম-ই দেয়া হয় নি। সে জন্য আগেই ক্ষমা প্রার্থনা করছিফেসবুক, ম্যাসেঞ্জার—ইনবক্স, টেক্সট, হোয়াটস অ্যাপ, ইমো, ইনোস্ট্রাগ্রামসহ বিভিন্ন মাধ্যমে যারা আমাকে উইশ করেছেন , আপনাদের সকলকে আমার পক্ষ হতে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি
নানা ঝামেলায় কিংবা ভুলে যাওয়ার কারনে যারা আমাকে উইশ করতে পারেন নি, তাদের জন্যও আমার ভালোবাসা থাকবে
আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি, আমি আপনাদের ভালোবাসায় সিক্ত…ধন্যবাদ আপনাদের, আমার ভালোবাসা এবং কৃতজ্ঞতা আপনাদের জন্য আজীবন থাকবে, ইনশা আল্লাহ আপনাদের দোয়া-ই আমার পথ চলা