বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশের নিম্ন আদালতগুলোতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বিচারক, আইনজীবী ও কর্মকর্তা-কর্মচারীরা। বাংলাদেশের নিম্ন আদালতগুলোতে নেই কোনো সামাজিক দূরত্ব, নেই তেমন কোন হাত ধোয়ার ব্যবস্থা, নেই সবার মুখে মাস্ক। বিচারকদের এজলাসের সামনে এত পরিমাণ ভিড় হয়।ভিড়ের কারণে আইনজীবীদের এজলাসে ঢুকতে ও বাহির হতে চরম সমস্যা হচ্ছে। আদালত পাড়ায় বিচারপ্রার্থীদের থেকে সাধারণ মানুষের ভিড় লক্ষ করা গেছে। একজন বিচারপ্রার্থীর সাথে পাঁচ থেকে ছয় জন লোক এসে আদালত পাড়ায় ভিড় করে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন আইনজীবী বলেন, আদালতে এত পরিমান ভিড় হয়, নেই কোনো সামাজিক দূরত্ব, নেই সবার মুখে মাস্ক এতে করে আমরা চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছি। বিভিন্ন জেলা-উপজেলার লোক আদালতে আসে, কার শরীরে করোনা আছে, কার শরীর নেই, একথা তো কেউ বলতে পারে না, এতে করে করোনাভাইরাস বাংলাদেশে মহামারী আকার ধারণ করতে পারে। এই ব্যাপারে বরিশাল জজ কোটের অ্যাডভোকেট মোঃ কামাল হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, বৈশ্বিক মহামারীর জন্য আমরা সবাই আতঙ্কিত। তিনি বলেন জজকোর্টের সামনে যদি বড় করে লিখে দেওয়া হয়, মাস্ক বিহীন চলা যাবে না, সেটাই ভালো হবে। এই ব্যাপারে বরিশালের সিভিল সার্জন মোঃ মনোয়ার হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে, তিনি বলেন, কেউ মাস্ক ছাড়া চলতে পারবে না, এটা আমরা প্রচার করছি। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে, কড়াকড়িভাবে এটা আরোপ করতে হবে। আমি জেলা উন্নয়ন সমন্বয় সভায় এটি উপস্থাপন করেছি, আমাদের সভাপতি ডিসি মহোদয় কে আমি অনুরোধ করেছি বিষয়টি দেখার জন্য।