নিজস্ব প্রতিবেদক
বরিশালের গৌরনদী উপজেলার ডিজিটালখ্যাত মাহিলাড়া ইউনিয়নের ৩০জন ক্ষুদ্র ও প্রান্তিকদের মাঝে দেশীয় প্রজাতির ১৫০টি নারিকেল গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে চারা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত পৌর মেয়র মোঃ আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূঁইয়া। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি উপসহকারী কর্মকর্তা প্রিয়াংকা ভক্ত, পৌর কাউন্সিলর আল আমিন হাওলাদার, লিটন বেপারী, সাবেক কাউন্সিলর আহাদ মিয়া রাসেল, ফিরোজ সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, ছাত্রলীগ নেতা হিমেল আবির, অনিক ভূঁইয়া প্রমূখ।