চুয়াডাঙ্গায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি অমেদুল ইসলামের লাশ চারদিন পর ফেরত দিয়েছে বিএসএফ ও ভারতীয় পুলিশ।বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় জেলার দর্শনার জয়নগর চেকপোস্টের শূন্যরেখায় লাশ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।এর আগে দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তের ৮৯ নম্বর মেইন পিলারের কাছে ভারতের মালুয়াপাড়া বিএসএফ সদস্যরা ওমেদুল ইসলামকে গুলি করে হত্যা করে।
তার লাশের ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে বুধবার সন্ধ্যায় ভারতের গেদে পুলিশ ও বিএসএফ সদস্যরা চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ এবং বিজিবির কাছে লাশ হস্তান্তর করে।
দর্শনা থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম ও দর্শনা বিজিবি ক্যাম্পের ইনচার্জ আব্দুল বারেক লাশ গ্রহণ করেন।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর রাতে চুয়াডাঙ্গার ঠাকুরপুর গ্রামের বেশ কয়েকজন গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফের একটি টহল দল তাদের লক্ষ করে গুলি বর্ষণ করলে ঘটনাস্থলে ওমেদুল ইসলাম মারা যান। পরে লাশ উদ্ধার করে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।