ঢাকাSunday , 26 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

এক হয়ে দেশকে গঠন করতে হবে, দেশের প্রশ্নে আমরা সবাই এক ও অভিন্ন- আবু নাসের মো. রহমাতুল্লাহ

admin
January 26, 2025 7:53 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ বলেছেন, রাজনীতিতে মতের পার্থক্য থাকবে। মতের মধ্যে পার্থক্য থাকাটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের সবাইকে এক হয়ে দেশটাকে গঠন করতে হবে; দেশের প্রশ্নে আমরা সবাই এক ও অভিন্ন।

রোববার (২৬ জানুয়ারি) সকালে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ প্রাঙ্গণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আবু নাসের বলেন, আমাদের দেশের সবচেয়ে ভঙ্গুর দশা হলো শিক্ষা ব্যবস্থার। আর সবচেয়ে খারাপ অবস্থা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার। এখানে অনেকেই আমার মতো রয়েছেন যারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মাঝে-মধ্যে যান। সেখানে গিয়ে আমার মনে হয়েছে সুস্থ মানুষ গেলেও সে অসুস্থ হয়ে যাবে।

তিনি বলেন, উন্নত রাষ্ট্র হলে সেই রাষ্ট্রের দায়িত্ব একজন বয়স্ক মানুষ বাসায় অসুস্থ হলে তাকে বাসা থেকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়ে আবার বাসায় পৌঁছে দেওয়া। উন্নত রাষ্ট্র হলে একটি শিশুর জন্ম থেকে লেখাপড়ার শেষ পর্যন্ত দায়িত্ব তার (রাষ্ট্রের) থাকতো।

তিনি বলেন, মালয়েশিয়া-সিঙ্গাপুরে গিয়ে আমাদের ছেলে-মেয়েরা চাকরি করছে। তারা যদি ওই দেশ উন্নত করতে পারে, তাহলে আমাদের দেশে থেকে কেন পারবে না। আগামী দিনে রাষ্ট্র গঠনের মূল দায়িত্ব ছাত্রদের, তাই তাদের হাতে রাষ্ট্র মেরামতের আমাদের ৩১ দফার বিষয়টি পৌঁছাতে হবে।

কলেজের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা আকবর মুবিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ শেখ মো. তাজুল ইসলাম, সমাজকল্যাণ বিভাগের অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. রাশেধ খান শাহীন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুল আলীম।

কলেজের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা আরিফুর রহমান হৃদয়ের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য লাবণ্য আক্তার, কামরুল ইসলাম হাবীব প্রমুখ।