নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ তানজিমুন রিশাদ এর একমাত্র সন্তান মোঃ নাহিদুল ইসলাম রোহান চৌধুরী এর ১ম তম জন্মদিন । ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর বরিশাল শেবাচিম হাসপাতালে তার জন্ম হয়। তার পৈত্রিক নিবাস ঝালকাঠি সদর উপজেলার ১ নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের কাচাবালিয়া গ্ৰামের চৌধুরী বাড়িতে। আজ তার একবছর পুর্ণ হয়েছে । রোহান এর পিতামাতা’র স্বপ্ন ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে সুবিধা বঞ্চিত মানুষের সেবায় সন্তানকে নিয়োজিত করা। সাংবাদিক মোঃ তানজিমুন রিশাদ বলেন, সবাই আমার একমাত্র সন্তানের জন্য দোয়া করবেন। সে যেন বড় হয়ে প্রকৃত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে এবং সকলের সাহায্যে এগিয়ে আসতে পারে।সাংবাদিক পুত্রের জন্মদিনে তার সুস্বাস্থ , দীর্ঘায়ু ও কল্যান কামনা করেন অনলাইন পোর্টাল একুশের আলো’র প্রকাশক ও সম্পাদক মোঃ আর.এ শুভ।