৭ই এপ্রিল বরিশালের অনলাইন নিউজ পোর্টাল বরিশাল বাণীতে “বরিশালে স্বাস্থ্যকর্মীর ভুলের কারনে পঙ্গু হওয়ার পথে ১৪ মাসের শিশু” শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা আমার দৃস্টিগোচর হয়েছে। আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। মূল বিষয়টি হল, আমি যথাযথ নিয়ম মেনেই ঐ শিশুকে ইনজেকশন পুশ করি৷ এতে ইনফেকশন হওয়ার কোন কারন নেইও বলে জানিয়েছেন ডাক্তাররা। শিশুর শরীরে অন্য কোন সমস্যা থাকায় ইনফেকশন হয়েছে এটাও নিশ্চিত করেন ডাক্তাররা। আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার নিমিত্ত্বেই উদ্দেশ্যপ্রনোধিত ভাবে এমন সংবাদ পরিবেশন করায় আমার সন্মান ক্ষুন্ন হওয়ায় আমি প্রকাশিত উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রতিবাদন্তে
আফরোজা ফেরদৌসি হাসি,
স্বাস্থ্য সহকারী,
তালুকদার হাট কমিউনিটি ক্লিনিক,
চাদপুরা ইউনিয়ন, বরিশাল সদর।
Leave a Reply