বরিশাল-ঢাকা মহাসড়কের এয়ারপোর্ট থানাধীন বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ঢালে এ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে এক নবজাতক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ৬জন গুরুত্বর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২২ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক দেরটার দিকে এই দূর্ঘটনা ঘটে। এয়ারপোর্ট থানা ওসি তদন্ত ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বরিশাল থেকে ছেড়ে যাওয়া এ্যাম্বুলেন্স ঢাকা মেট্রো ছ-৭১-৩৯৩৯ বিপরিত থেকে চরমোনাই মাহফিলের মুসল্লিদের নিয়ে আসা যাত্রীবাহি বাস ঢাকা মেট্রো ব ০২-০৫২ এর সাথে সংঘর্ষ ঘটলে এ্যাম্বুলেন্সের যাত্রি ৬জন আহত হয়। এসময় কোলে থাকা দুই দিনের এক নবজাতক শিশুর মুত্যু ঘটে। আহতদের বেশীরভাগের অবস্থাই গুরুতর তাদের বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
Leave a Reply