অনলাইন ডেস্কঃ সম্মিলিত সাংবাদিক পরিষদ(এসএসপি) বরিশাল জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল নগরীর হাসপাতাল রোডস্থ এসএসপি বরিশাল জেলা কার্যালয়ে কমিটির ঘোষণা দেয়া হয়।এর আগে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আফজালুল করিম ও সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এস এম সামছুল আলম নিক্সন এবং সাধারন সম্পাদক জালাল উদ্দিন জুয়েলের উপস্থিতিতে বরিশালে জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।এছাড়াও প্রধান নির্বাচন কমিশনার সহ ৩ জন নির্বাচন কমিশনারের স্বাক্ষরিত প্যাডে কমিটি ঘোষণা দেয়া হয়। পূর্ণাঙ্গ কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে প্রাচীন স্থানীয় দৈনিক দক্ষিনাঞ্চলের সম্পাদক এস এম ইকবালকে, উপদেষ্টা প্রাচীন স্থানীয় দৈনিক সত্য সংবাদ পত্রিকার প্রকাশক এড, মহসিন মন্টূকে নিযুক্ত করা হয়। এছড়াও সভাপতি হিসেবে দৈনিক দক্ষিনের কাগজের যুগ্ন সম্পাদক শফিউর রহমান কামাল , সহ-সভাপতি হিসেবে দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকার বার্তা সম্পাদক মশিউর মন্টু, দৈনিক কলমের কন্ঠের বার্তা সম্পাদক মোঃ আরিফ হোসেন , দৈনিক ভোরের অঙ্গীকারের এম আর নয়ন , অনলাইন নিউজ পোর্টাল আজকের ক্রাইম টাইমস এর আম্মার হোসেন ,দৈনিক আনন্দবাজারের ইউসুফ আলী সৈকতকে নির্বাচিত করা হয়। এছাড়াও সাধারন সম্পাদক পদে প্রাচীন স্থানীয় দৈনিক সত্য সংবাদের সম্পাদক এস এম রাকিবুল হাসান( ফয়সাল রাকিব), যুগ্ন সাধারন সম্পাদক দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকার স্টাফ রিপোর্টার লিটন বাইজিদ , সহ সম্পাদক দৈনিক দক্ষিনাঞ্চলের সৈয়দ বাবু, সহ-সম্পাদক দৈনিক ভোরের অঙ্গীকারের ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক অনলাইন নিউজ পোর্টাল একুশের সময়ের রাজিব তাজ, অনলাইন নিউজ পোর্টাল একুশের আলোর প্রকাশক ও সম্পাদক এম আর শুভ, দপ্তর সম্পাদক বরিশালের ডাক/ দৈনিক আজকের বরিশালের আল-আমিন সরদার ,সহ-দপ্তর সম্পাদক দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার তানজিমুন রিশাদ, অর্থ বিষয়ক সম্পাদক দৈনিক তারুন্যের বার্তার মোঃ মেহেদী হাসান তামিম, সহ-অর্থ বিষয়ক সম্পাদক অনলাইন নিউজ পোর্টাল বরিশাল প্রেসের তানিয়া ইসলাম ,প্রচার সম্পাদক আজকের ক্রাইম টাইমসের আকাশ ইসলাম, ,সহ-প্রচার সম্পাদক পদে অনলাইন নিউজ পোর্টাল বরিশাল প্রেসের মোঃ শরিফুল ইসলাম সুমনকে, অর্থ বিসয়ক সম্পাদ পদে তামিম হাসান অইন বিষয়ক সম্পাদক দৈনিক সত্য সংবাদের আহসান উল্লাহ রিয়াদ, ক্রীয়া ও সাংস্কৃতিক বিসয়ক সম্পাদক বাংলাদেশ ক্রাইম নিউজের আবুল কালাম আজাদ,সহ ক্রয়া ও সাংস্কৃতিক বিসয়ক সম্পাদক আলোকিত সময়ের পারভেজ,তথ্য বিসয়ক সম্পাদক সৈয়দ নাইম, সহ তথ্য ও প্রযুক্তি বিসয়ক সম্পাদক সুমন্ত হালদার, শিক্ষা ও সাহিত্য বিসয়ক সম্পাদক মেহেদী হাসান, সহ শিক্ষা ও সাহিত্য বিসয়ক সম্পাদক শফিকুল ইসলাম শামীম,পাঠাগার বিসয়ক সম্পাদক মনিরুজ্জামান, সহ পাঠাগার বিসয়ক সম্পাদক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রিমন, সহ-আন্তর্জাতিক বিসয়ক সম্পাদক কাওসার হোসেন, সমাজ সেবা বিসয়ক সম্পাদক বিএসএল ক্রাইম নিউজ এর নাজমুল হাসান ফরহাদ, সহ সমাজ সেব বিসয়ক সম্পাদক পলাশ, কার্যনির্বাহী সদস্য পদে বরিশাল সময়ের বার্তা সম্পাদক শহিদুল ইসলাম, মাইটিভির এহেসান রেজা জিতু, সময়ের বার্তার বার্তা সম্পাদক আল আমিন গাজী, দৈনিক পরিবর্তনের জেসন পলাশ, অনলাইন বরিশাল সময়ের খবর ও দৈনিক সত্য সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দ জিহাদকে নির্বাচিত করা হয়।
Leave a Reply