অনলাইন ডেস্কঃ পাওনা টাকা চাওয়ায় ফার্নিচার ব্যবসায়ীকে পিটিয়ে রক্তাক্ত করেছে সন্ত্রাসীরা। গতকাল সকাল ৯টায় নলছিটি পৌরসভার মল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় আহত জুয়েল হাওলাদারকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। জুয়েল হাওলাদার নলছিটি উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়নের কেওলা গ্রামের আক্কাস আলী হাওলাদারের ছেলে। জুয়েল জানান, গত ৩ মাস আগে ২০ হাজার টাকা চুক্তিতে ফার্নিচার তৈরি করতে আসেন মল্লিকপুর গ্রামের বাসিন্দা ক্বারী আবুল কালাম। প্রথমে আমাকে ২ হাজার টাকা দেওয়া হয় । আর বলা হয় বাকি টাকা পরে দেওয়া হবে । কিন্তু দীর্ঘদিন ধরে পাওনা টাকা না দিয়ে মালামাল প্রস্তুত করে দিতে বলে আবুল কালাম। আমি নিরুপায় হয়ে তার কথামতো ফার্নিচারের মালামাল প্রস্তুত করে একটি ভ্যানযোগে তার বাসায় পৌঁছে দেই।এসময় পূর্বের পাওনা টাকা চাওয়ায় ভ্যানচালকের পারিশ্রমিক না দেওয়ায় তার সঙ্গে কথা কাটাকাটি হয় । একপর্যায়ে বাড়ির উঠোনে রাখা গাছের গুড়ি দিয়ে আমাকে এলোপাতাড়িভাবে পিটিয়ে মাটিতে ফেলে দেয় । এসময় আমার মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে আমাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে আনা হয়। জুয়েল স্বজনরা জানান, জুয়েল সুস্থ হলেই থানায় মামলা দায়ের করা হবে ।স্থানীয় সূত্রে জানা যায়, ক্বারী আবুল কালামের গ্রামের বাড়ি পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলায় সম্প্রতি তিনি জমি কিনে পৌরসভায় বসবাস শুরু করেন । তিনি শামীম আহমেদ পঙ্খির শশুর হিসেবে ওই এলাকায় বেশি পরিচিত। অন্যদিকে নলছিটি ফার্নিচার ব্যবসায়ী মালিক সমিতি জুয়েলের উপর নির্যাতনের ঘটনায় তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
Leave a Reply