নানা কর্মসূচীর মধ্যদিয়ে বরিশালে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোবাবার রাত ১২টা ১মিনিটে বরিশাল নগরীর শহীদ সোহেল চত্তরে কেক কাটে জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ। কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বরিশাল সিটি কপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এসময় আরো উপস্থিত ছিলেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস, ও বিসিসি প্যানেল মেয়র এ্যাডঃ রফিকুল ইসলাম খোকনসহ বরিশাল জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১০টায় নগরীর শহীদ সোহেল চত্বরে জেলা ও মহানগর আওয়ামীলীগের দলীয় কার্যলয়ের জাতীর জনক বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ গঠন। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ সভাপতি সুমন সেরনিয়াবাত, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আতিকুল্লাহ মুনিম, সাজ্জাদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজিব প্রমুখ। অপরদিকে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকেল চারটায় শহীদ সোহেল চত্তরের আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়-মোনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply