রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী প্রতিনিধিঃ বরিশাল বিভাগের সহকারী কমিশনার (ভূমি)-দের ০৫ (পাঁচ) দিনব্যাপী “ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স-২০২০” এর শুভ উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মোঃ মাকছুদুর রহমান পাটওয়ারী এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অমিতাভ সরকার, বিভাগীয় কমিশনার, বরিশাল।
উক্ত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে “স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৭” এর প্রেক্ষাপট তুলে ধরেন এবং ভূমি অধিগ্রহণ ও হুকুমদখল প্রক্রিয়ার প্রতিটি ধাপ উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করেন এবং তাদের কাছ থেকে ফিডব্যাক গ্রহণ করেন। একই সাথে তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকালে করণীয় ও বর্জনীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
Leave a Reply